সময়নিষ্ঠ
কতো সুন্দর প্রত্যেক মানুষের দেহ
শৈশব কৈশোর যুবক যুবতী আরো
মধ্য বয়সে সবার শরীর যা উজ্জ্বল
বর্ণের স্নিগ্ধ হয় অংগ প্রত্যংগ সমুহ।
শিশু কিশোর বয়সে সব মুক্ত থাকে
কোনো ধরনের দায় দায়িত্ব ব্যতীত
ভোগ বিলাস খেলা ধুলায় ব্যস্ততায়
কর্তব্য কর্ম থেকে সবাই দূরে রাখে।
যুবক যুবতীদের একটু দায়িত্ব পড়ে
নিয়মিত ঘুম হতে উঠে দাঁত ব্রাশের
পর মুখ ধৌত ও নাস্তা পানীয় সেরে
তারা মক্তবে পড়া শোনা শুরু করে।
মক্তব ছুটি হলে বাড়ীতে পৌঁছে পরে
গোসল আর হাল্কা খানা খাদ্য সেরে
পোশাক পরিচ্ছদ বদলেও অবশেষে
ব্যাগ নিয়ে দলবেঁধে স্কুলের পথ ধরে।
মধ্য বয়সীদেরও কর্তব্য থাকে যতো
ছাত্র জীবনে নিষ্ঠাবান থেকে সময়ের
মূল্যায়নের পর অনেকে চাকরি ধরে
তারা ভোগ বিলাস করে থাকে কতো।