যাঁরা দিলো প্রাণ !
বুক পেতে যারা বিলিয়ে দিল প্রাণ
তাঁরা হলেন(০১) সাইদ (০২) রাফি
(০৩) আসিফ (০৪) ওয়াসিম (০৫ )
ফারুক সহ আরো( ০৬ ) আদনান।
তাঁদের ব্যতীত যা শতো সহস্র আছে
অসংখ্য ও অগনিত হতাহত রয়েছে
অধিকন্তু আইন শৃঙ্খলা বাহিনী কত
শতো লোকজনকে ধরে নিয়ে গেছে!
শেষ পর্যন্ত সবার ভাগ্যে কি বা ঘটে
কেউ তো জানে না পাড়া পড়শী যত
আত্নীয় স্বজন সহ তাদের ভাই বোন
মা বাবার দোয়ায় যেনো মুক্তি জুটে!
কোটা সংস্কারের অধিকারের জন্য
তাঁদের ভাই বোনদের আশ্রয়স্থল ও
আশ্রয়হীনের ছায়া সব কিছুর পরে
অবশেষে মা বাবার কূল হলো শূন্য।
হে আল্লাহ!যাঁরা জীবন করেছে দান
ওদের শহীদী মর্যাদায় বাড়ান সম্মান
আত্নীয় স্বজন ভাই বোন পিতা মাতা
সবকে ধৈর্য্য ধরার শক্তি কর প্রদান!