স্নেহের বাঁধন

স্নেহের বন্ধনে যাকে পাওয়া যায়
মনের মতো আনন্দ উল্লাস ফুর্তি
আমোদে জীবন কাটানোর কতো
অসংখ্য অগনিত যা সুযোগ পায়।

অন্তরের ঐক্যতায় কত কিছু হয়
যতো দু:সাধ্য কঠিন আর বিপদে
আপদে অংশ নিয়ে দু:খ দুর্ভোগে
সাহায্য করেও সহনশীলতায় রয়।

সহায়তা আর সহযোগিতার ফলে
ধৈর্য ধরে দু:খ কষ্ট সহ্য করে তবে
একাত্বতায় কঠিন বিষয় বস্তু আর
অসাধ্য সাধন হয়ে সমাধান মিলে।

সবে মিলে মিশে কাজ করে গেলে
ব্যাক্তি সমাজ দেশের জন্যে কতো
উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে তবে
মনের ভিতরে সুখ ও প্রশান্তি চলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *