জীবন সায়াহ্নে !
কতো ছিলো শক্তিশালী বীর
যাদের গায়ের জোর ঐশ্বর্যে
ঘর বাড়ি পাড়া পড়শী আর
সমাজের অধিক মানুষ যত
অত্যাচারে থাকতো অস্থির!
তর্জন গর্জনের কি যেন সুর
কাজে অকাজে কোন কারণ
ব্যতীত কতো সময় অসময়ে
যথায় তথায় সুশীল সমাজে
চলতো ওদের যত গণ্ডগোল!
খাম খেয়ালী ইচ্ছেমতো চলা
মানুষকে অত্যাচার কখনোই
এত অধিক করতো যে সন্ত্রস্ত
হয়ে ওদের আক্রমণের জন্য
অনেকের বন্ধ হত কথা বলা!
অবশেষে সব কিছু চলে যায়
গায়ের জোর সহায় সম্পদের
যতো বড়াই পর্যায়ক্রমে লোপ
পেয়ে ওদের জীবন সায়াহ্নেই
পরে কোনো উপায় নাহি পায়!