নিজস্ব ডায়েরি
প্রত্যেকে ব্যক্তিগত ডায়রি লিখা ভালো
সামাজিক মাধ্যম এড়িয়ে চলে পুরাতন
কষ্টের ছবি বা বার্তাগুলো মুছে নিজের
মনোযোগ অন্যদিকে সরিয়ে রেখে দ্রুত
সিদ্ধান্ত না নিলে তয় জ্বলবে না আলো।
পুরাতন সাথীর খারাপ নিয়ে ভাবুন সবে
যত আচার আচরণ কিছুদিন পরে যার
আল্লাহর করুণায় সম্পূর্ণ পরিবর্তন হয়ে
এমন হতে পারে যেন অনেক উত্তম তার
ব্যবহার শত শ্রেষ্ঠ হয়ে সবার কাছে রবে।
পরক্ষণে মুগ্ধ হবে চলা ফেরা দেখে তার
পাড়া পড়শী আত্নীয় স্বজন আশ্চর্য হয়ে
বহু দিন পূর্বে যার দ্বারা সংঘটিত সকল
অসুন্দর আর অসামঞ্জস্য ইত্যাদি যতো
সবার অন্তর থেকে ভুলে যাবে সারাসার।
যত অবাক আর আশ্চর্যের বিষয় হলো
নিজের ভেতর যে ব্যক্তিকে কতো খুঁজে
পেয়েছে অর্থবহ একটি সম্পর্কে বিশ্বাস
করে সাবেক সঙ্গীর জন্যে এক ফোঁটাও
অশ্রু বয়নি যেন সব জল শুকিয়ে গেল!