আমার সাথী
তুমি বলে ছিলে যাবে
ভাই মোর করে সাথে
তাইতো আমি প্রস্তুতি
নিতে শুরু করি তবে।
ঠিক হলো এক গাড়ী
কি সুন্দর মনোরম রঙ
প্রকৃতির রুপ ঝলমল
বেড়াতে যাবো বাড়ি।
বললাম চলার পথে
একটু জিরোয়ে ছোটে
যাবো আনন্দ উল্লাসে
ছানা দঈ নিয়ে সাথে।
সেথায় তুমি যদি যাও
দেখবে খেলছে মাঠে
কত বসে তটে নীরবে
করছেনা কোনো রাও।