হাদিস

হাদিসে পাকে এরশাদ হয়েছে,“তোমাদের মধ্যে কেউ কোনোঅন্যায় হতে দেখলে সে হাতদিয়ে (শক্তি প্রয়োগ করে) তাপ্রতিহত করবে,যদি তা না পারেতবে কথা দিয়ে প্রতিহত করবে,তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণাকরবে — আর এটিই ইমানেরদুর্বলতম স্তর।”(সহিহ মুসলিম : ৭৪)।