আধুনিক জাতি
আমরা কত যে আধুনিক জাতি,
উন্নত চলা ফেরায় আছে খ্যাতি।
বর্তমান যুগে চলছে উল্টো গতি,
ঠিক থাকে নাই যেন তাদের মতি।
টাকা দিয়ে দ্রব্য ক্রয় করে সারা,
ইসলামি চিন্তা তো করে না তারা।
নামাজ বন্দেগি করতে ইবাদত,
ফরজ ওয়াজিব নফল ও সুন্নত।
আদায় করতে ধরো সঠিক পথ,
কল্যাণ মংগলের করতে নিয়ত।
কেউ বা হাফ প্যান্ট কিনে টাকায়,
কত জন ফুল প্যান্ট পরে বেড়ায়।
হাফ প্যান্টে থাকে সতরের ত্রুটি,
কত ফুল প্যান্টের হাটু ছিড়া দু’টি।
সতর ডাকার চিন্তা করে না যারা,
অর্থ সম্পদ ব্যয় করে ও খায় ধরা।
আধুনিকতার ফলে যেন যত কিছু,
ইহুদি নাসারাদের ও ধরেছে পিছু।