আল্লাহ মহান !
অনেক কথা বলার ছিলো
বলা যায়নি তো প্রাণ খুলে
রাত পোহালে কত আজব
ঘটনা সম্মুখে সমস্ত মিলে।
প্রতিটি দিন-রজনী কতো
অগনিত দুর্গতি কিন্তু ঘটে
কেহ জানেনা কবে কি যে
কার ভাগ্যের মধ্যে জোটে।
কিসের দৃষ্টান্ত কতো দিবো
কোন সীমা সংখ্যা যে নাই
যতো পারি তাই লিখে যাব
আগামীতে সময় যদি পাই।
কতো মানুষ সুখের জন্যে
তারা সব কিছু ত্যাগ করে
শত বাধা বিঘ্ন কেটে শেষে
সুখ শান্তি দেখা দেয় পরে।
বিত্ত বৈভব অর্জন করতে
বিদায় নেয় সীমাহীন প্রাণ
কোন মুহুর্তে কার কি ঘটে
সব জানেন আল্লাহ মহান!