এক চক্রে বাধা
সবার জীবন যেন এক চক্রে বাধা
শৈশব থেকে যৌবন আর সেখান
হতে বার্ধক্য পরে সকলই নিঃশেষ
অনেকের বিশ্বাস যেন সর্ব শেষের
কল্যাণে অনন্ত জীবন থাকে সদা।
বার্ধক্যও জীবনের অদ্ভূত অধ্যায়
শৈশব কৌশোর যৌবন পেরিয়ে এ
সময়টা যখন উপস্থিত হলে পরেই
মানুষ কেমন যেনোও অন্য রকম
স্বত্তায় পরিণত হয় যাহা বুঝা দায়।
দুর্বোধ্য হতাশা অসহায় হয় মানুষ
আর দুর্বোধ্য হওয়ার প্রধান কারণ
নিজে গুটিয়ে নেয়া সারা জীবনের
লব্দ ধ্যান ধারণা ক্রমে বিলুপ্ত হয়ে
যাওয়াতে আর থাকে না যেন হুশ।
এক সময়কার তুখোর আড্ডাবাজ
মিথ্যে মনে হতে থাকে বিচরণশীল
তাঁর সদা প্রাণ চঞ্চল মানুষটি আর
কেনো ভিড় জমায় না যেন অনিহা
জন্মে যায় বহুদিনের পুরানো সাজ।
কেউ জানতো যদি বাঁচবে কতদিন
ভালো করে তার যত্ন নিতে পারতো
আর রোধ করা যাবেনা তো বার্ধক্য
কিন্তু নিজের যত্ন নিয়ে সুস্থ থাকলে
জীবন উপভোগও করতো দীর্ঘ দিন।