কাঁদালে
খুশিতে ভাসালে ও একটু কাঁদালে
সে আলোয় হাসালে বহু দিন পরে
বাজিয়ে বাঁশি কোন স্নেহে বাঁধালে।
জ্যোৎস্না হয়ে তুমি দাওনা যে ধরা
বাঁচবেনা কোন দিন তোমায় ছাড়া
কতো যেনো যন্ত্রণাতেও যায় মারা।
রাতের যত মনোরম চাঁদের আলো
সে স্তব্ধ সময়ের প্রকৃতিতে তেমনই
তোমার কথা লাগে অত্যন্ত ভালো।
তারার সকাশে তুমি যে চাঁদ অনন্যা
রাতের আকাশে আলোতে তোমার
আঁধার আলোকিত চারদিকে বন্যা।
হাসালে আলোয় আনন্দে ভাসালে
বহুদিন পরে আসি একটু কাঁদালে
প্রাণে বাজিয়ে বাঁশি স্নেহে বাঁধালে।