খপ্পরে পড়ে !

সকাল দুপুর সন্ধ্যা বিকাল
কতো অসাধু লোক আছে
সরল প্রকৃতির লোকদেরে
টকিয়ে সৃষ্টি করে আকাল।

সাধু সেজে চলে যায় কতো
ঐ বাটপারদের খপ্পরে পড়ে
অনেকে তাদের সহায় সম্বল
হারায়ে দরিদ্র হয়ে যায় যত।

অনেকে পড়ে তাদের ফাঁদে
টাকা কড়ি সকল কিছু তারা
হারিয়ে একেবারে নি:স্ব হয়ে
আরো জীবনভর কত কাঁদে।

চিটিংবাজদের নেই তো ভয়
রিপুর তাড়নায় খাম খেয়ালী
চলে সারা জনম পাপ পঙ্কিল
গোনার বোঝা বহন করে রয়!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *