খেলা ধুলা
অবিরাম চলার গতি
কোনো বিরতি ছাড়া
ছোটে চলছে যেনো
টিক নেই তার মতি।
একটি যুবক ছেলে
এদিক ওদিক নাহি
তাকিয়ে ছুটে যাচ্ছে
শরীরকে হেলেদুলে।
তার দীর্ঘ সময় যায়
পথে অল্প বিশ্রামের
পরে যাত্রাটি আরম্ভ
করে সাথীদের পায়।
সকল একত্রে মিলে
খেলার মাঠে হাজির
হয়ে পরে মিলেমিশে
কত খেলা ধুলা চলে।