ঘনিষ্ঠ বন্ধু

নীরব নিস্থব্ধ এক রাতে
বহু দিন পরে মোবাইলে
আলাপ হয় মোর প্রাক্তন
বেশ ঘনিষ্ঠ বন্ধুর সাথে।

একত্রে চলি ছোটো বেলা
লেখা পড়া ব্যতীত সর্বদা
মোরা অত্যন্ত মিলে মিশে
করতাম কত খেলা ধুলা।

বিদ্যালয়ে যাওয়ার পথে
আমরা দু’জন ব্যতীত ও
প্রতিবেশী সহপাঠী মিলে
সকল যেতাম এক সাথে।

একদা ঘটেছে গণ্ডগোল
পাশ্ববর্তী পাড়ার একটি
ছাত্রের সাথে বিরোধের
ফলে শুরু হয় হুলস্থুল।

তাৎক্ষণিক এগিয়ে যাই
উশৃঙ্খল উপস্থিতিদের
মাঝে শান্তির বাণী দিয়ে
নিজে বিরোধটি মিটাই।

আল্লাহর ভরসাও করি
প্রবল মনোবলের সহিত
অস্বাভাবিক পরিস্থিতির
সুষ্ঠভাবে সমাধান সারি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *