ঘুরে আসি
চলোনা ঘুরে আসি ভাই
কতটি দিন চলে গেলো
বাল্য বন্ধুটির দেখা নাই।
সে কত ঘনিষ্ঠ বন্ধু ছিল
সময়ের ব্যবধান আরো
ব্যস্ততায় সব চলে গেল।
অনেক পূর্বে বিকেল বেলা
উভয়ে চলা ফেরার রাস্তায়
আনন্দে ভোগ করি মেলা।
সেথা কত কেনাকাটা করি
লোকের ভিড়ে মোরা তখন
চলি একে অন্যের হাত ধরি।
আনন্দ উল্লাসে সময় যায়
রঙ বেরংগের খেলা দেখে
অন্তরটি কতো শান্তি পায় !