জনাকীর্ণ
পদ্ম ফুলে পুকুর পূর্ণ
মাঠ ঘাটও জনাকীর্ণ
কত যে কৌতুহলপূর্ণ
পার্থক্য রয়না ধর্মবর্ণ।
বাজারে মানুষ কতো
আনা গুনা রয় শতো
আরো যত সমারোহে
রেস্তোরাঁ আলাপ রত।
শহরে রয় কতো বাস
আনন্দে ছাড়ে নিশ্বাস
শান্তিময় যতো উল্লাস
আধুনিক শত নিবাস।
ভক্ত ভক্তিতে ভরপুর
উপাসনালয় অল্প দূর
সমাগম হয় কত মধুর
অলসতা যায় বহুদূর!
ইবাদত উপাসনা করে
আল্লাহ তায়ালা আরো
রাসুল করিম( স. ) এর
নির্দেশ মতো চলে পরে!