দু’টি বোন
ফুল ফুটেছে
চুল বেধেছে
আপা মনি যে।
ঘুম ভেংগেছে
দাঁত মেজেছে
রাইফা মনি সে।
নাস্তার কালে
একটু পায়েস
লাগছে তার গালে।
ফুপিয়ে কাঁদে তালে
তাইফা দেখে দেয়
বোনকে পানি ডালে।
লক্ষী বলে
কাদিসনে বোন
কুলে নেয় তুলে।
সে হাসে যত
দু’টি বোন অসীম
আনন্দে হাসি-খুশি শত।