দৃঢ় সংকল্প
মানুষের মনে থাকে কত কি যে আশা
যা সম্পাদন করার জন্য একান্তভাবে
সৃষ্টি কর্তার নিকট রাখতে হবে ভরসা।
কোন খারাপ অবস্থায় কেউ যদি পড়ে
সে ব্যক্তি যদি করতে পারে আশা তবে
নিশ্চয় বেরিয়ে আসার পথ এতে গড়ে।
এমন শক্তি যত দুর্বলকে সাহস যোগায়
শত প্রতিকূলতার মধ্যে মানুষকে কতো
সুন্দর স্বপ্ন বাস্তবায়ন ললাটেই ভোগায়।
যতো বড়ো বড়ো হয়েছে বিজয় অর্জন
আরো অত্যাচারীদের পরাজিত করেই
বুক ভরা আশাতে শান্তি করেছে বর্জন!
মনে দৃঢ় আশা রেখে অগ্রসর হতে হবে
ঐকান্তিক চেষ্টার মাধ্যমে এগিয়ে চলে
আল্লাহর কাজ করলেই কষ্ট দূরে যাবে!