প্রকম্পিত !
হে তেজস্বী দুর্দান্ত শক্তিবান মহাবীর
ঔদ্ধত্যপনা বীরত্বের সাথে চলাফেরা
এখন সবকিছুই তো হয়ে গেছে ধীর!
একদা যার শক্তি ও দাপটের জোরে
প্রতিবেশী সহ সকল কত সন্ত্রস্ত ছিল
এখন ওর ঐসব চলে গেছে যত দূরে!
পূর্বে আরোও অনেক মহাবীর ছিলো
যাদের প্রভাবে কতো প্রকম্পিত হতো
এখন এ সকল শক্তিবানরা কই গেল?
বল শক্তি বিত্ত ঐশ্বর্য কিছুই স্থায়ী নয়
সময়ের বিবর্তনের ফলে পৃথিবী থেকে
যাবতীয় কিছুই এক সময় হারাতে হয়।
ধরণীর বুকে যতো দিন জীবিত থাকো
আল্লাহ তায়ালা এবং রাসুলুল্লাহ ( স. )
এর পথে চলে সদা সর্বদা তাঁকে ডাকো!