প্রয়াস
যাদের মা বাবা গেছেন চলে
তাদের জন্য অনেক করণীয়
রয়েছে কবর জগতে তাঁদের
প্রশান্তির লক্ষ্যে মাগফিরাতে
আত্নার কতো যে মুক্তি মিলে।
সন্তানের করণীয় কিছু আছে
কুরআন ও সুন্নাহর আলোকে
মৃত মা-বাবার জন্য কি রকম
আমল করা জরুরী বিস্তারিত
প্রয়াস ইন-শা-আল্লাহ রয়েছে।
তাঁদের জন্য বেশি দোয়া করা
দুনিয়া হতে চলে যাওয়ার পর
আল্লাহ তা‘আলা আমাদেরকে
দু‘আ করার নির্দেশ দিয়েছেন
যার ফলে শান্তি পাবেন তাঁরা।
আল কুরআনে এসেছে বাণী
“হে মোর রব তাঁদের উভয়কে
রহম কর যেমন তারা শৈশবে
আমাকে লালন – পালন করে
গেছেন” এ দোয়া মোরা জানি।
আল্লাহ তায়ালার কালামে রয়
বাণীতে উল্লেখ হয় ‘হে মোদের
রব,”কিয়ামতে পিতা – মাতা ও
সকল মুমিনকে মাফ করে দিন”
আপনি সর্বদা সর্বত্র করুণাময়।