বিয়ে বাড়ি
হৈ চৈ কাণ্ড
রৈ রৈ শব্দ
খুশিতে সব
অজস্র রব
শিশু কিশোর
যুবক দোসর।
মেয়ে কন্যা
খুশির বন্যা
হাসি কান্না
কতকি রান্না
উল্লাস আনন্দ
আরো মহানন্দ।
কত যে আর গাইব আমিআমার প্রাণের বন্ধুর গানস্নেহের তরে বন্ধুর আশায়সময় হলো কত অবসান। যখন শুধুই একা ছিলামমায়ার বন্ধুর সঙ্গ নিলামছাড়লাম জাতি কুলমানবন্ধুকে সব করলাম দান। মায়ার টানেই ভালোবেসেসে এখন রয় দূর বিদেশেকাছের লোকে কত হাসেঅশ্রুতে মোর নয়ন ভাসে। যদি সে তো করে না স্মরণসমান হয় যেন বাঁচন-মরণউপাসনাতে যত কষ্ট বারণআল্লার কৃপায় হয় নিবারণ!
মূল্যায়নের কোনই চিন্তা নাইঅবসর সময় আমি যবে পাইকতো কিছু তো লেখতে যাই! আল্লাহ করেন যা মেহেরবানীতাঁর দয়ায় যতো অঢেল খানিশান্তিতে খাই কত খানা পানি! আল্লাহ রাসুলের যতো বাণীআমরা সকলে তা যাই মানিকৃপাতে হয় কত জ্ঞানী গুনি! যতো লোক চলে তাঁদের পথেওরা বাস করে কতো শান্তিতেপৃথিবী হতে সকল হবে যেতে! ধরণীতে যারা সকল অস্থায়ীআমাদের জীবনটা ক্ষনস্থায়ীআখেরাতের…
গ্রীষ্মের বিচ্ছেদ-জ্বালায় পুড়ছে মনদগ্ধ হচ্ছে মনন অনাথ সেই ছেলেরশুনলো পরে খুরের শব্দ উপত্যকারমাটির উপর ফিরে তাকাতে দেখতেপেলো তার ই দিকে এক অশ্বারোহীআসছে যেথা আর নাহি লোকজন। তার ভাব ও পোশাক আশাক দেখেমনে হচ্ছে যুবক বেশ অভিজাত ওচতুর কাছে পৌঁছে সে ঘোড়ার পীঠথেকে নেমে এগিয়ে এল মিষ্টি আরকোমল স্বরে সম্বোধন করলো এমনকরে কেউই সম্বোধন করেনি তাকে।…
বাংলাদেশের জন্যে যৌতুক প্রথাকলঙ্ক উপমহাদেশে শুরু থেকেইযৌতুকের প্রচলন ছিল যথাতথা। ভারত মহাদেশ হতে এর প্রচলনমূলত: বাংলাদেশে চলে আসছেএর বিরুদ্ধেও হচ্ছে আনদোলন। শারীরিক মানসিক নির্যাতন চলেপুরুষদের যৌতুকের দাবিতে এরফলে নারীদেরই শান্তি নাহি মিলে। মোটা অংকের টাকাও দাবি করেপুরুষরা বিবাহের পূর্বে আর পরেযা চলছে গ্রাম ও শহরাঞ্চল ধরে। যদিচো যৌতুক দিতে অক্ষম হয়নারী কিংবা নারীর পরিবার তবেঅমানবিক…
সম্পদের যদি সদ্ব্যবহার করা হয়তবে ইহাই সুখের কারণ সদুপায়েতা বৃদ্ধি করতে সকলে বৈধভাবেচেষ্টা করতেও হাদিসে বর্ননা রয়। যে ব্যক্তি কর্মে চিন্তায়ই সত্য নয়তার চাল চলন কথা বার্তা বাক্যেসে প্রকৃত প্রস্তাবে সত্য নিষ্ঠ নহেআরো আল্লাহ নবীর লানত সয়। বেশ উঁচু স্তরে যখন পৌঁছে যাওতখন চেষ্টা করলে দেখতে পাবেকারাই তোমাকে সাহায্য করেছেতুমি তখন নিচের দিকে তাকাও। তোমার…
একটি বিশেষাধিকার জীবন সবারএবং যৌবনের দিনগুলি অবিচ্ছিন্নদীপ্তিতে জ্বলজ্বল করে বেঁচে থাকাশ্বাস নেওয়া বিস্ময়কর আকাঙ্ক্ষাস্বপ্নের সাথে হৃদয়েরও চিরকালেরসম্পর্ক ছিন্ন হলে ফিরে না আবার। আবেগে রোমাঞ্চিত দুর্দান্ত গতিময়উচ্চাকাঙ্ক্ষাসহ জ্বলতে অনুভূতিরগভীরতা উচ্চতা জানতে আগ্রহটাসত্যি কত মনোরম ও সুন্দর যৌবনদুর্লভ কিছু গোলাপের মতো জীবনমনের রহস্য আরোও উন্মোচিত হয়। পৃথিবীর বাতাস সমুদ্রে বিস্ময় আরোকত জ্ঞানের ভাণ্ডার মোদের খোলারচাবি অপেক্ষা সুখের…