বেয়াড়া ছেলে !
এক ছেলে খুব বেয়াড়া ছিলো
তার মা বাবাকে খোদা তায়ালা
অনেক উপাসনায় তারে দিলো!
ছেলেটির ছিলনা বোন বা ভাই
ধরণীতে সুখ দু:খের অংশীদার
পিতা মাতা ব্যতীত কেহই নাই!
ছোট বেলা হতে অনেক ত্যাগী
সামান্য কিছুতে সে রেগে বেগে
অগ্নি সদৃশ হতো ছিল যা রাগী!
ছুটছে তো ছুটছে কতো বেগে
কিছু মুখে না দিয়ে সংগ পেয়ে
চলে যাচ্ছে সবার আগে বাগে!
তার মা পিছু ডেকে ডেকে যায়
ওদিকে একটুও ভ্রুক্ষেপই নেই
এতে মায়ের মনে অশান্তি পায়!
ছেলে খায়নি সামান্য টুকু ভাত
মা’র আরাধনা ও আহাজারির
পরে বাড়ী ফিরল অনেক রাত!
ছেলেকে পেয়ে কতো কান্না করে
শত আদর দিয়ে খাদ্য খাওয়ায়ে
স্নেহ ভরে ঘুম পাড়িয়ে দেয় পরে!