মনের বাগান
পাতাগুলো কত সবুজ ছিল
স্নেহের দিনগুলোতে আমরা
দুজনার দুই গাছে ধীরে ধীরে
আরোও বিবর্ণ রঙ ধরেছিল।
তোমার মহব্বতের মত করে
সবুজ সতেজ পাতাগুলোতে
আমি বুঝি নি আগে স্নেহটুকু
শেষে পর্যায়ক্রমে গেছে ঝরে।
এখন পাতাগুলো বিবর্ণ নয়
টুপ করে গাছের তলে ঝরে
পড়েছে ঠিক তোর চেহারাটা
আমার আখির আড়ালে রয়।
গাছের ডালে যা নামবে বৃষ্টি
আবার হয়ত মনের বাগানে
ফুল ফুটবে রঙিন স্বপ্ন নিয়ে
সবুজ পাতায় মন হবে তুষ্টি।
তখনতো একবার বসে যাবে
আমার গাছের বিবর্ণ ডালেই
দেখে নিও ভালো করে চোখ
মেলে তয় বন্ধুকে সঙ্গে পাবে।
মৃদুমন্দ বাতাসেই উড়ে এসে
পাতাবিহীন বিবর্ণ ডালগুলো
কেমন রঙ ধরেছে তোর নীল
মনের যত উগরে দেয়া বিষে।