মহিমা
আশা আকাঙ্খা নিয়ে সব বেঁচে রয়
বর্তমানে যা কিছু আছে আগামীতে
যেনো এর থেকে আরো অধিক হয়।
ইচ্ছা বাস্তবায়ন করতে যত কষ্ট হবে
তপস্যা ও সাধনায় সফল হয়ে গেলে
ফলাফল সম্পুর্ণ রুপে ভোগতে রবে।
জন্মের পর মা বাবা অপেক্ষায় থাকে
শিশুটি বড় হয়ে সু শিক্ষা লাভের পর
সকল সুনাম যেনো বর্ধিত করে রাখে।
সন্তান সু শিক্ষিত হলে যে কত গৌরব
ব্যক্তি পরিবার প্রতিবেশী সমাজ দেশ
প্রত্যেক স্থানে বিস্তৃত হয়ে রয় সৌরভ।
আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি
তাঁর অনুগ্রহের মাধ্যমে সকলে আমরা
ইহ পরকালে যেনো মুক্তি পেতে পারি।