মুক্তি পেয়েছি !
কে কি মনে করে ভাবিনি তো আর
লেখনীতে যা আসে প্রতিনিয়ত সব
একাধারেই আমি লিখে যাচ্ছি তার।
কখনো যদি কেউ গুরুত্ব নাহি দেয়
তাতে সামান্য কিছু ই যায় আসেনি
যদিচ মোর কবিতাও পড়ে না নেয়।
প্রয়োজন মনে করি তো লিখতে যাই
এর মধ্যে আমি ফুটিয়ে তুলার শতো
চেষ্টা চালিয়ে থাকি বিধায় শান্তি পাই।
আমার কবিতা তো ব্যক্তি লক্ষ্য নয়
তথাপি কেউ যদি প্রসংগ টেনে নেয়
তাতে তার ই ভুল বলে বোধগম্য হয়।
আল্লাহ পাকের উপর ভরসায় আছি
তাঁর অসীম মেহেরবানীতে যে আমি
অনেক দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছি!