শান্তি সারাবেলা !
যে কোন মুহুর্তে দেখা হবে তোমার সাথে
তার পর জীবনভর থাকব তোমার পাশে
দীর্ঘদিন প্রতিক্ষার পরেই পরিশেষে দেখা
আমাদের সাক্ষাতের ভাগ্যে ছিলো লেখা।
কুশল বিনিময়ের পরে উভয় বের হলাম
কিছুক্ষণ পর রাস্তায় আরো বন্ধু পেলাম।
সবে মিলে গল্প করে এক রেস্তোরাঁয় যাই
সেথায় কতো পরিচিত কয়েক জন পাই।
দীর্ঘ আলোচনার পর আমরা নাস্তা করি
নাস্তা পানীয় সারার পরে বের হয়ে পড়ি।
কতো আনন্দ ঘনো মুহূর্ত একত্রেই কাটে
মাঝে মধ্যে হৈ হুল্লোড় কতো কি যে ঘটে।
আনন্দ উল্লাস ফুর্তির মাত্রা ছড়িয়ে যায়
মনের মধ্যে সবার যতো সুখ শান্তি পায়।
সৃষ্টি কর্তাতো মহা মহিম আল্লাহ তায়ালা
তাঁর দয়ার রহমতে পাই শান্তি সারাবেলা !