সাবধান !
চক্রান্ত করেই ঘুরে ফিরে
স্বাভাবিক চলা ফেরাতে
বুঝা যায় কত আন্তরিক
সুযোগে সার্থের পথ ধরে।
যা মুশকিল শত্রুকে চেনা
বন্ধু সুলভ আচরনে চলে
খারাপ স্বভাব অভিসন্ধি
কিন্তু তাকে যায়নি জানা।
উঠা ও বসা একত্রেই করে
বিপদের সময় নিরব আর
নিস্তব্ধ যত ভুমিকায় থাকে
পরে সুযোগে কেটে পড়ে।
ঘিরে আছে দুশমনের দল
হর হামেশা জুটি বেঁধে চলে
তাদের কতো আছে যেনো
অসংখ্য অধিক জনোবল।
দুধ কলা দিয়ে যাদের পুষে
তারা কাল সর্প স্বভাবজাত
আচরণে তবে দংশন করে
পরে দলে গিয়ে তারা মিশে।