অকাল পক্ষ
আশে পাশে কতো ছোট্রদের দেখি
কথা বার্তায় এতো পারদর্শী যেনো
খেয়াল খুশিমত চলাফেরা তাদের
লেখা পড়াতে অনেকে দেয় ফাঁকি।
বাসা হতে বেরোয় খাতা কলম নিয়ে
আশে পাশের পরিচিত কোনো এক
দোকানে কর্মচারীর কাছে সব রেখে
বখাটেদের দলে তখন পৌঁছে গিয়ে।
অনেক্ষণ গল্প গুজব খেল তামাশায়
কতো আনন্দে ব্যস্ত থেকে অবশেষে
বিদ্যালয় ছুটির সময়মত গিয়ে মিশে
আরো একত্রে ফিরে বাড়ি বা বাসায়।
কতো ঝানু তাদের সংগী সাথীর দল
মাতা পিতা ভাই বোন ও অভিভাবক
আরো হিতাকাঙ্ক্ষীদের ফাঁকি দিয়ে
গঠন করে থাকে ওদের শক্তি ও বল।