অনুগমন
জীবন কতো কঠিন মৃত্যুর চেয়ে
বিপদ আপদ দুঃখ – কষ্ট কেবল
জীবনে ই ভোগ করতে হয় মৃত্যু
এ সম্পুর্ণ কিন্তু নিয়ে যায় ধেয়ে।
ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়
অধ্যবসায়ে কতো যে উন্নতি রয়
হয়তো বা আরোও ভালো কিছুর
দিকে যাওয়ার রাস্তাটি সুগম হয়।
নিজের জীবনে ঝুঁকি নিলে পরে
নেতৃত্ত দিবেন তাতে জিতে গেলে
আর যদি হারেন অন্যদেরে ঠিক
পথ দেখাতে পারেন জীবন ভরে।
চিন্তার প্রতিফলন প্রকৃতিতে ঘটে
কেউ যদি মন্দ উদ্দেশ্য নিয়ে কথা
বলে কাজ কর্ম করে দুঃখ তাকেও
অনুগমন করে তারই ভাগ্যে জুটে।
কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে
প্রতিনিয়ত অভিপ্রায় ন্যায় আরো
সঠিক রয় তবে সুখ তাকে ছায়ার
ন্যায় অনুসরণ করে প্রশান্তি মিলে।