অপার মায়া
মাগো তুমি করলে মানুষ
আমার কণ্ঠে দিলি ভাষা
তোমার সকল স্বপ্ন রেখে
প্রথম আলোতেই আসা।
কান্নায় যত কাঁদতে শিখি
আনন্দ উল্লাস করে হাসা
যাঁর দয়াতেও অনন্তকাল
ভরে অপার মায়ায় তাসা।
সব স্থানেই রঙের ফানুস
পিতল তামা যতো কাঁসা
তুমি যে মোর অমূল্য ধন
কতো সোনার খনি খাসা।
আমার সমস্ত জনম ভরে
মাগো দিও বাঁচার আশা
জীবন ভর মাকে জানাই
যত আন্তরিক ভালবাসা।