অফুরন্ত
পৃথিবীর বুকে যতো কিছু আছে
আমাদের ভোগ বিলাসে তা পাই
সব কিছুর অফুরন্ত ব্যবস্থা করে
দেন দয়াময় খোদা মালিক সাই।
সৃষ্টির পূর্বে ব্যবস্থা করে দেন সব
মানুষ জীব জন্তুর অসংখ্য খাবার
যাতে প্রয়োজন মত ব্যবহার করে
শান্তিতে পারে দিনরাত পোহাবার।
কতো দয়াময় আমাদের রব তিনি
তরু লতা পাহাড় পর্বত নদী নালা
খাল বিল সাগর ও মহা সাগরে যা
আছে এতে দূর করেন কষ্ট জ্বালা।
এসবে রয়েছে মানুষের কল্যাণময়
অসংখ্য অগনিতো পশু পাখি মাছ
ফুলে ফলে ভরপুর বিভিন্ন ধরনের
বনজ ঔষধি বৃক্ষরাজি আর গাছ।
পরম করুনাময় আল্লাহ তায়ালা যা
কিছু নিত্য প্রয়োজন দিয়েছেন সব
আমরা স্রষ্টার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি
তিনি সকলের সৃষ্টি কর্তা মহান রব।