অফুরন্ত দয়া
পথিক ছুটে চলছে বেগে কতো
অবিরত তার চলার গতি যেথা
নেই কোনো বাধা বিপত্তি শতো
রাস্তা ঘাট পেরিয়ে যাচ্ছে যতো।
হঠাৎ করে চলার গতিটি থেমে
চতুর্দিক থেকে তাকে আক্রমণ
করতে ঘিরেই ফেলে উপায়ন্তর
না দেখে তবে জলে যায় নেমে।
কতো চিৎকার করে তারা বলে
আজ আর কোনোও রক্ষা নেই
আরো কয়েক জন সংগী এসে
তৎক্ষনাৎ তাদের সাথেই মিলে।
শত অনুনয় বিনয় করতে থাকে
আরো বলে কি হয়েছে আমিতো
কখনো কোনো অপরাধ করিনি
এর পরেও ক্ষমা করো আমাকে।
দু’জন লোক উপস্থিত হয়ে গেল
ঐ পথিকের অন্তরে সাহস পেল
তারা দু’জন তাদের ভাষ্যও নিল
পরক্ষণে সব মিমাংসা করে দিল।
বিপদগ্রস্থের জন্যে আল্লাহ সহায়
তাঁর সাহায্য অফুরন্ত থাকে কেউ
যদি কখনো নিরুপায় হয়ে ডাকে
সৃষ্টিকর্তা দেন তবে মুক্তির উপায়!