অবকাশ নেই
কারোর পক্ষেই বোঝা খুব কঠিন অন্যের মন
কারণ অনেক আছে নিজেদের সম্পর্কেই সে
কিছু বুঝেনা কিন্তু পরের মনের কথাটি ভেবে
সময় নষ্ট করে ফলে ভাল থাকে না সে তখন।
কাউকে জীবনে এতটা ভালোবাসা উচিৎ নয়
আবার এতোটা ঘৃনা বা অবহেলা করাটা যেন
খুব বেশী মহব্বত অথবা অবজ্ঞা করার জন্য
কখনো যেন সেই লোকটিকে ভুলতে কষ্ট হয়।
চাঁদের নেই তার নিজের কোন প্রকার আলো
আড়াল থেকে সূর্য তাকেও আলো দিয়ে যায়
মানুষের তেমনি তো নিজস্ব কোনো কষ্ট নেই
অন্য কেহ ক্লেশ দেয় তাই অন্তর রয় না ভাল।
বারংবার কখনো কেউ নিজেকে করনা প্রকাশ
যে তোমার মূল্যায়ন করতে চায় না তার কাছে
কোন ভাবেও বুঝবে না সে তোমাকে এ জন্যই
থাকবে না তখন কষ্ট নিবারণ করার অবকাশ।