আকাঙ্খা

জীবন অল্প দুশ্চিন্তা দিবে
যদিচ এর থেকে প্রত্যাশা
কম করতে পারো তাহলে
দু:খ কষ্ট শতো দূরে নিবে।

প্রত্যাশা করার চেয়ে ভাল
কোনো কিছু ঘটার জন্যে
চমৎকৃত হয়ে যাওয়া এতে
দুঃখ গিয়ে জ্বলবে আলো।

ভরসা পুরোদমে কমে যায়
যখন জনৈক একুশ বছরে
উপনীত হলো তারপর হতে
সবই কিন্তু উপরিলাভ পায়।

প্রত্যয় প্রাপ্তির পার্থক্য দুঃখ
এজন্যেই নিজের আকাঙ্খা
একটু কমিয়ে নিলে দেখবেন
দুঃখ চলে গিয়ে আসবে সুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *