আনন্দ অসীম
শীতের সকালে বাসা থেকে আমরা বের হই
জামা কাপড় সুয়েটার জাম্পার সব যত লই।
গাড়ি যোগে যাত্রা আরম্ভ একত্রে সবাই করি
দোয়া পড়ে দূরের পথ চলি আল্লাহকে স্মরি।
গ্রামের বাড়ির রাস্তায় সকল দিলাম রওয়ানা
অনেক পরে যাচ্ছি বলে ফুর্তির নেই সীমানা।
নাতনি দুটি হাসি খুশি আরো শত আনন্দময়
গাড়ি দ্রুত বেগে গন্তব্যের দিকে চলতেই রয়।
নদী নালা পুকুর মাঠ ঘাট চলা চলের পথে
আরো অসংখ্য কত কিছু দেখিলাম সাথে।
কয়েক কিলোমিটার পেরিয়ে বাজারেতে যাই
সেখানে যাত্রা বিরতি দিয়ে কত কিছু পাই।
গাড়ি থেকে আমরা কয়েক জন গেলাম নামি
মধুবন দোকানে গিয়ে কত মিষ্টি কিনি দামী।
কেনা কাটা করে আবার চলে যাই গাড়ীতে
নাতনীদ্বয় বলতে লাগলো দ্রুত যাব বাড়িতে।
বাড়িতে পৌঁছে যায় গাড়ী কিছুক্ষণের পরে
অপেক্ষমান আত্নীয় স্বজনরা জড়াইয়া ধরে।
কুশল বিনিময়ের পরেই খাবার দাবার শুরু
ছোট বড় সম বয়সের আরো ছিলেন গুরু।