উড্ডীয়মান পাখি !
নীল আকাশে উড়ে বেড়ায় পাখি মেলে ডানা
অনেক্ষণ তাকিয়ে দেখি তার উড়িবার কতো
যেনো স্বাদ কখনো করেনি কেউ তাকে মানা!
সে উড্ডীয়মান পাখির মতো আমার চলাচল
বহু দিনের হারানো বন্ধুর প্রতিক্ষায় আছি যে
হয়তো বা সহসা সাক্ষাৎ হবে মনে আছে বল!
নির্ভরযোগ্য বার্তায় প্রিয় বন্ধুকে দেখতে যাই
কতো দূরের রাস্তা পাড়ি দিয়ে সাক্ষাৎ করার
পরে আমার মনের মধ্যে কতো যে শান্তি পাই!
অবশেষে উভয়েরই আবার নতুন যাত্রা শুরু
সুখ দু:খ ভাগাভাগি করে আনন্দ উল্লাস দু:খ
বেদনা সর্বক্ষেত্রেও যেনো একে অন্যের গুরু!
হৃদয় খানি কতো খুশী থাকে ওর কাছে গেলে
অনেক দিনের পুরনো মনের গভীরে লুকানো
কথা গুলো আদান প্রদান করে প্রশান্তি মিলে!