উত্তম আচরণ
আল্লাহ মানুষকে করেছেন সৃষ্টি
একত্ববাদ ও আনুগত্যের সাথে
ইবাদত বন্দেগী যথাযথ পালন
আর মহৎ জীবন তৈরীর শেষে
উপার্জনও করে নিবে সন্তোষ্টি।
সৎকর্ম করলে তা দেখতে পাবে
যদি তা সামান্য ও অণু পরিমাণ
হয় আর অসৎ কর্ম করলে তাও
দেখতে পাবে আল্লার আদেশ ও
নিষেধ মানতে সব সচেতন রবে।
আমাদের মহান সৃষ্টি কর্তা বলেন
হে ঈমানদাররা আল্লাহকে সঠিক
আর যথাযথ ভয় কর তোমাদের
কেহো যেনো প্রকৃত মুসলমান না
হয়ে মৃত্যুর পথের দিকে না চলেন!
ন্যায়পরায়ণতা ও আচরণ উত্তম
করার জন্যে স্রষ্টার নির্দেশ আছে
সবার হকও সঠিক আমল করার
হুকুম দিয়েছেন যেন পালন করে
বিনিময়ে লাভ করবে যা সর্বোত্তম!