উদয়ন
পিতা মারা গেল শিশু মায়ের কোলে
বয়স যখন নয় মায়ের আশ্রয় টুকুও
হারিয়ে গেল তার জীবন থেকে বড্ড
একা হয়ে গেল সে অনাথ রূপে যার
ঠাই হল যে এক অভাবী প্রতিবেশীর
বাড়িতে ছেলেটির বেশিরভাগ সময়
কাটতো শিশুদের সংগে খেলে ধুলে।
মাঠের মাঝে তার নির্জন শস্যক্ষেত
সম্পদ বলতে ছিল অল্প শস্যক্ষেত
এবং কিছু ফলমূলের গাছ নিজ স্ত্রী
কন্যাকে নিয়ে ঐ প্রতিবেশী জীবন
যাপন করতো সেখানে ছেলেটি খুব
আনন্দ উল্লাসে মেতে উঠতো সর্বদা
মাঠে শিশুদের সাথে হতো সমবেত।
ছোট ছেলের পিতা যবে মারা গেল
উত্তরাধিকার সূত্রে সে পিতার কাছ
থেকে কিছুই পেল না শুধু পদবিটা
পিতার পেল এবং একটা জীর্ণশীর্ণ
কুটির যেটি ছিল তাল-তমাল গাছ
গাছালির মাঝে আর তার মা যখন
মারা গেল শুধুমাত্র লাঞ্ছনাটা পেল।
বেদনার অশ্রু আর অনাথের লাঞ্ছনা
তার জন্য রেখে গেল নিজ ভিটেমাটি
হয়ে গেল প্রবাসীও একা বাস করতে
লাগলো উঁচু উঁচু পাথরের ঢিবি ও ঘন
গাছগাছালির মাঝে কঠোর পরিশ্রমে
কাজ করে যেতে লাগলো সুখী সমৃদ্ধ
হতেও আল্লাহ পাক করলেন করুনা।