উদয়ন
গ্রীষ্মের বিচ্ছেদ-জ্বালায় পুড়ছে মন
দগ্ধ হচ্ছে মনন অনাথ সেই ছেলের
শুনলো পরে খুরের শব্দ উপত্যকার
মাটির উপর ফিরে তাকাতে দেখতে
পেলো তার ই দিকে এক অশ্বারোহী
আসছে যেথা আর নাহি লোকজন।
তার ভাব ও পোশাক আশাক দেখে
মনে হচ্ছে যুবক বেশ অভিজাত ও
চতুর কাছে পৌঁছে সে ঘোড়ার পীঠ
থেকে নেমে এগিয়ে এল মিষ্টি আর
কোমল স্বরে সম্বোধন করলো এমন
করে কেউই সম্বোধন করেনি তাকে।
বলল সমুদ্র-তীরের পথ হেরে গেছি
তারপর তাকে জিজ্ঞেস করল তুমি
কি আমাকে একটু রাস্তা বলে দিবে
ছেলেটি সোজা হয়ে দাঁড়িয়ে উত্তর
দিল জি আমার অভিভাবক জানে
বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে আসি।
তার কথায় লজ্জার ভাব ফুটে উঠে
লজ্জাশীলতাও কোমলতার সৌন্দর্য
দ্বিগুণ বেড়ে যায় ফলে সে যাওয়ার
উপক্রম যখন করল অশ্বারোহী দাঁড়
করালো তাকে তার শিরা উপশিরায়
ততোক্ষণে যৌবনের উন্মাদনা ঘটে।