এতিমের যন্ত্রণা
মায়ের মৃত্যুর পর কেউ খাবায় না আদর করে
সোহাগের ছলে ডেকে গোসল করিয়ে দেয় না
একটু আদর করেও কথা বলে না কেউ সবাই
বকা ঝকা করে কারনে অকারণেও মারে ধরে !
শ্রমিকদের সন্তানদের অবস্থানে শিশুটি আসে
তার সঙ্গে কথা বলে জানা যায় ঐ দিনেরই যা
ভয়াবহ ঘটনায় তার বাবা প্রাণে বেঁচে গেলেও
অক্ষম অবস্থায় এখন বাড়িতে ই থাকেন বসে !
মায়ের মৃত্যুর পরই দাদী ছাড়া করে না আদর
তার দেখ ভাল যতো করছেন তার দাদী তিনি
জানান প্রায় রাতেইতো মায়ের কথা মনে করে
কাঁদে নাতনি আর নেই কেউ যে করে সমাদর !
গত দিনগুলোতে সরকার থেকে এক লাখ পায়
ঐ টাকা ছাড়া বিজিএমইএ কোনো সহযোগিতা
করেনি তিনিই লালন-পালন করছেন নাতনিকে
পড়া-লেখা করিয়ে শিক্ষক বানানোরই স্বপ্ন হায় !
কথাগুলো বলতে গিয়েই কাঁদছিল মা হারা শিশু
রানা প্লাজা ট্রাজেডিতে নিহত গার্মেন্ট শ্রমিক মা
এবং আরো ঘনিষ্ঠ আত্নীয় স্বজন হতাহত হলে
তাঁদের বিয়োগ এবং কষ্ট ব্যাথায় সব দিশেহারা !
মালিকদের অবহেলায় আদর থেকেই বঞ্চিত হয়
অসংখ্য অগনিত মানুষ বিকলাঙ্গ হয়েছে এছাড়া
অনেকের মা বাবা কত ভাই বোন ইষ্টি কুটুম আর
আত্নীয় স্বজনের বিয়োগের খবর বিশ্ব জুড়ে রয় !