এবারের ঈদ
এবারের ঈদ উল আযহা ভিন্ন ছিল
সমস্ত রাত অবধি বিরতিহীন অঝর
ধারায় ঝরো ঝরো একটানা বৃষ্টিতে
গ্রামে গঞ্জে শহরে পানি লোকালয়ে
ঢুকে অসংখ্য সুখ শান্তি কেড়ে নিল।
ঈদের সকালের পানি চলাচল দৃশ্য
পুকুর ডুবাঝিল খালবিল নদীনালা
চতুর্দিকে থৈথৈ ছিলো কেবল পানি
আরো পানি এরি মধ্যে পোষা প্রাণী
শ্রোতের জন্য মূহুর্তে হয় যা অদৃশ্য।
বাসা হতে বের হয়ে মসজিদে যেতে
পাড়ার রাস্তার যতো বৃষ্টির পানি তা
দ্রুত বেগে নামতে পর্যাপ্ত ড্রেইনেজ
ব্যবস্থা না থাকার ফলে জলাবদ্ধতা
সৃষ্টি হলে ট্রাউজার তুলি প্রথম হতে।
জামাটি আটকানো ছিলো যথাযথ
তখনো চলমান অবিরাম প্রবল বৃষ্টি
থাকাতে মাথায় ছাতা ধরে অগ্রসর
হই ধীরে ধীরে প্রায় ভিজে মসজিদে
নির্ধারিত সময়ে পৌঁছি কোন মতো।