এল খুশির ঈদ
ঈদের দিনে সকলেই নতুন জামা পরেন
ঈদ আরবি শব্দ যার অর্থ ফিরে আসা
এমন দিনকে বলা হয় ঈদ সব মানুষ যে
দিন একত্র হয় ইহা বারবার ফিরে আসে
এর তাৎপর্য হলো আল্লাহতায়ালা এদিন
তাঁর বান্দাদের অনুগ্রহ দ্বারা হামেশা ধন্য
করেনও তিনি ইহসানের দৃষ্টি দান করেন!
রমজানে পানাহার সবার নিষিদ্ধ করা হয়
পরে আবার পানাহারের আদেশ প্রদান ও
সদকায়ে ফিতর হজ-জিয়ারত কোরবানি
পালনের গোশত ইত্যাদি নিয়মমত প্রায়শই
তিনি ফিরিয়ে দেন আর এ সব নিয়ামতও
ফিরে পেয়ে ভোগ করার জন্য অভ্যাসের
ফলে মানুষ কত আনন্দ-ফুর্তি করতে রয়!
সৃষ্টিকর্তা মুসলিম উম্মাহকে করেছেন দান
রাসুলুল্লাহ (স.) যখন মদিনাতে আগমন
করলেন তখন মদিনা বাসীদের দুটো দিবস
ছিল যে দিবসে তারা কত খেলা ধুলা করত
রাসুলুল্লাহ(স.)বললেন এ দুই দিনের বদলে
তোমাদের শ্রেষ্ঠ এর চেয়ে আরো দু’টো দিন
ঈদুল আজহা ঈদুল ফিতর করেছেন প্রদান।