কতো জিনিয়াস!
যারা বিড়ালের ভয় দেখিয়ে বাচ্চাদের ঘুম পাড়ায়
সিংহের সাথে লড়াই করা অনেক দূরেতে তাড়ায়।
ডুবে যাওয়ার ভয়ে তারা সন্তানকে নামায় না জলে
আটলান্টিক পাড়ি দিতেও পারবে না সে এর ফলে।
আবেগ ও বিবেক দুটো পুরোপুরি জিনিস যে ভিন্ন
আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই সকল স্বার্থ করে ছিন্ন।
বিবেক মানুষকে শিখায় ভালো মন্দ বাছাই করতে
মানুষ পারে বিবেকের জন্য কল্যাণের রাস্তা ধরতে।
আমরা সবাই তো বিবেক হারাই আবেগের কাছে
বিবেকের কাছে আবেগ হারাতে পারি নাহি পাছে।
পৃথিবীতে আরো সবাই আমরা যে জিনিয়াস বেশী
কৃত কর্মের উপার্জন বিফল হলেই ভাগ্যকে দোষী।
আমরা সকল আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্ট
আল্লাহ ও রাসুলের পথে চলে করবো তাঁদের তুষ্ট!