কতো বিজি
জানি তুমি অনেক থাকো বিজি
রিপ্লাই দেবে না আমার মেসেজ
এরপরেও সন্ধান করি রোজ ই।
তোমাকে আমি শুধু বলতে চাই
কতো স্নেহ করি আন্তরিকভাবে
তোমা থেকে যেনো মহব্বত পাই।
স্নেহের লোকটিকে দেখতে যাই
নির্ধারিত স্থানে প্রতিক্ষা করেও
শেষে তার তো কোন দেখা নাই।
আরোও হৃদয় থাকে যদি ভালো
তোমার সবকিছুতে তাহলে মনে
হবে পৃথিবীকে জ্বেলেছে আলো।
মনটা গো যদি ভাল রাখতে চাও
গভীরভাবে হৃদ মন্দিরে তোমার
মনের মানুষটির স্থান করে নাও।
খোদা পাক করেন সকলকে স্নেহ
তাঁর অসংখ্য কৃপাতেই আমাদের
কতো ভালো রয় আত্না আর দেহ!