কলকাকলি
সাত সকালে জেগে
কতো পাখির কলরব
শুনতে পাই আগে বাগে।
তারাও নিয়ম মানে
গাছ থেকে অন্য গাছে
চলাফেরা করে গানে গানে।
যতো ভিন্ন ভিন্ন সুর
সুর লহরীতে গায় গান
তাদের কন্ঠ কত যে মধুর।
দলবদ্ধ হয়ে চলে
শত দূর দূরান্তে যায়
সাথীদের পেয়ে তারা মিলে।
খানা খাদ্যে ব্যস্ত
গাছ বৃক্ষ জমি জমায়
মানবের দায় রয় ভীত সন্ত্রস্ত!