কষ্টের ভাগ !
রাতের আকাশে দেখা যায় লক্ষ তারার মেলা
চাঁদকে যা ঘিরে যেনো তারাদের যতো খেলা।
অসংখ্য ঘনিষ্ঠ বন্ধু পাবো যদিচো বাড়াই হাত
তুমি আমার কাছে যেনো বন্ধু আকাশের চাঁদ।
সকালে তোমার আগমন শিশির কণার মতো
আবার এসো সন্ধ্যার সময় রক্ত জবাও যতো।
রাতের আকাশে জ্বালাও তুমি জোনাকি হয়ে
সারা জীবন চলে যাবে তুমি বন্ধুর মতো রয়ে।
সকাল থেকে সন্ধা পর্যন্ত সুর্যের তো বন্ধুত্ব হয়
সন্ধা হতে ও সকাল অবোধি চাঁদের বন্ধুত্ব রয়।
তুমি কিন্তু একা হলে বন্ধু আমাকে দিবে ডাক
গল্প করব তোমার সাথে আমি বসে সারা রাত।
কখনো কষ্ট পাও যদি আমাকে দিও তুমি ভাগ
শেয়ার করো তোমার যন্ত্রণা হাতে রেখেই হাত।