কানে রিং চুল বাঁধা !
কত আছে কানে রিং চুলও বাঁধা
সরল প্রকৃতির যারাই সাদা সিধা
পরিচয়ে চোখে লাগে শতো ধাঁ ধা!
কানে রিং চুল বাধা মেয়ে/ পুরুষ
অভিভাবকের বুঝি নেই যেন হুশ
অশালীন চলা হবে তাদের দোষ!
হর হামেশা চলে মেয়েরূপী ছেলে
রূপ বদলে তারা ছুটে হেলে দুলে
ভাব অহংকারেই রাস্তা ঘাটে চলে!
সন্তান নষ্ট হউক কারো কাম্য নয়
সব পিতা মাতা যেন যত্নশীল হয়
লক্ষ্য রাখবে ওর সংগী কারা রয়!
খোদার করুণায় শিশু করেন দান
সকল সন্তান মা বাবার জান প্রাণ
জ্ঞানীগুনি হলে বাড়ে মান সম্মান!