কোন থিমটি ওয়ার্ডপ্রেস-এর জন্য সব থেকে ভালো ?

 বর্তামনে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব সাইট বানানো খুবই জনপ্রিয় হযে উঠেছে।

খুব স্বল্প ব্যয়ে সাইট বানানোর জন্য এটি খুবই বিখ্যাত।

বর্তমানে ওয়ার্ডপ্রেস এর জন্য দুটি থিম খুবই বিখ্যাত। ডিভি এবং এভাডা নামে থিম দুটি বাজারে পাওয়া যায়।

থিম দুটি দিয়ে আপনি আপনার ইচ্ছা মত যে কোন সাইট ডেভলাপ করতে পারবেন।

তাছাড়া আপনি আপনার পছন্দের যে কোন সাইট এই থিম দুটি দিয়ে ক্লোন করতে পারবেন।

আপনার মতে ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস ও ব্লগ স্পটের মধ্যে কোনটি ভালো ?

আমার মতে ওয়ার্ডপ্রেসই ভালো। তা না হলে শুধু শুধু মানুষ হোস্টিং কিনে টাকা খরছ করতো না। ফ্রীতে ব্লগার ব্যবহার করতো।

ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটে অনেক ফিচার যোগ করা যায় যা ব্লগস্পটে সম্ভব নয়।

তাছাড়া ওয়ার্ডপ্রেস সাইটে রেজিষ্ট্রেশন করে যত খুশি ইউজার কন্টেন্ট লিখতে পারে কিন্তু ব্লগস্পটে সম্ভবত ১০০ এর উপর আর অথোর যোগ করা যায়না। আরো অনেক ঝামেলা আছে ব্লগারে।

এক কথায় বলতে গেলে প্রফেশনালভাবে ব্লগিং করতে চাইলে ওয়ার্ডপ্রেস বেস্ট।

দেখেন সবটাই আপনার উপর নির্ভর করছে। আপনি যেটা ব্যবহার করতে পারবে সেটাই আপনার পক্ষে ভালো।

আপনি যদি নতুন নতুন ব্লগিং করছেন বা ব্লগিং শিখতে চান তাহলে আপনার জন্য ব্লগস্পট ই ভালো।

ব্লগস্পটে পুরো লাইফ টাইম এর জন্য ফ্রিতে হোস্টিং দেয়া হয়।

আর যদি আপনি প্রফেশনালভাবে ব্লগিং করতে চান বা তুমি ব্লগিং সম্বন্ধে জানেন তাহলে আপনার জন্য ওয়ার্ডপ্রেস ভালো ।

কারণ ওয়ার্ডপ্রেসে আপনি ব্লগারের থেকে আরো ভালো ভালো ফিচার্স পাবেন যা ব্লগস্পটে পাবেন না।

আর হ্যাঁ কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনার পোস্টিং এ টাকা লাগবে।

শেষে একটা কথাই বলবো যদি আপনি প্রথম প্রথম ব্লগিং করেন তাহলে ব্লগারে আসেন । পোস্টটি ভাল লাগলে অবশ্যই vote দেন।

যাই হোক এখান থেকে আপনার পছন্দমত থিম খুজে নিতে পারেন । আর হ্যা এই থিমগুলা সব SEO Optimized

Premium Responsive WordPress Themes – ThemeForest

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কী?

দুটুই হলো ওয়েব সাইট বানানোর জন্য একটা ছাচ। এক কথায় বলতে গেলে ডেভেলপমেন্ট হলো শুন্যে শুরু করে সম্পুর্ন ছাচ বানানো।

এখানে কোডিং দিয়েই কাজটি করতে হয়। যেমন html5, css, php, mysql ইত্যাদি।

আর কাস্টমাইজেশন হলো কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্লাগিন ব্যবহার করে ডেভেলপড থিম টাকে পরিবর্তন করা।

সহজ ভাষায় বলতে গেলে আপনি পেন্ট কিনতে বাজারে গেলেন, সেখানে গিয়ে দেখলেন আপনার কোমরের মাপে পেন্ট পাওয়া যায় কিন্তু লম্বায় ৪/৫ ইঞ্চি বড় হয়। এখন কি করবেন?

নিশ্চয় পেন্ট টা কিনে টেইলারিংয়ের কাছে গিয়ে কেটে ঠিকঠাক মাপ করে নেবেন তাই না?

এখানে গারমেন্টস কোম্পানি ডেভেলপার এর কাজ করেছে, টেইলার কাস্টমাইজেশন এর কাজ করেছে।

কোন ওয়ার্ডপ্রেস থিমটি আপনার বিবেচনায় সেরা? সেই থিম দিয়ে বানানো কোনো ওয়েবসাইটের ঠিকানা দিতে পারেন?

ডিভি অথভা এভাডা থিম সব থেকে ভাল।

ব্লগ নাকি ওয়ার্ডপ্রেস, কোনটি ভালো?

ভালো ওয়ার্ডপ্রেস। কিন্তু ব্লগারও কম নয়। অনেক ব্লগার Blogger.com – Create a unique and beautiful blog. It’s easy and free. এ ব্লগ করেন। 

ডোমেইন এবং প্রিমিয়াম থিম কিনে প্রফেশনাল ভাবে ব্লগটি চালাতে পারেন।

কিংবা ফ্রীতে ব্লগ শুরু করতে পারেন। কিন্তু এতে ওদের সাবডোমেন আপনার ডোমেইন এর সাথে থাকবে (যেমন-yourblog.blogspot.com) এবং লিমিটেড ফিচারস থাকবে।

কিন্তু ওয়ার্ডপ্রেসে আনলিমিটেড ফিচারস থাকে। আপনি আপনার নিজের ইচ্ছা মত ব্লগ ডিজাইন করতে পারবেন।

wordpress দু’ধরনের আছে WordPress.com: Create a Free Website or Blog , এটা ঠিক ব্লগারের মত।

কিন্তু ওয়ার্ডপ্রেস ফ্রিতে 3 gb স্টোরেজ দেয় আর ব্লগার লাইফটাইম ফ্রি।

ওয়েব ডেভেলপমেন্ট নাকি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোনটা ভালো হবে?

দুটোই বেস্ট। তবে ওয়েব ডেভলপমেন্ট একটু প্রফেশনাল এবং হার্ড।

ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট তার থেকে একটু ইজি। আপনি যেকোন একটি দিয়ে শুরু করতে পারেন।

বর্তমানে ওয়ার্ডপ্রেসের চাহিদা অনেক। তাই আপনি যদি পারেন তাহলে ওয়েব ডেভলপমেন্ট PHP, Laravel PHP দিয়ে শুরু করতে পারেন বা ওয়ার্ডপ্রেস শিখতে পারেন।

আরেকটি কথা ওয়ার্ডপ্রেস কিন্তু PHP দিয়ে তৈরি করা।

তাই যদি ভালোভাবে পিএইচপি শিখতে পারেন তাহলে ওয়ার্ডপ্রেস কিছুটা হলেও আপনার জন্য সহজ হতে পারে।

ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইটের জন্য বিনামূল্যে সেরা থিম কী?

আমি আপনাকে ৩টা ঠিমের নাম দিচ্ছি। ৩টারই পেইড ভার্সন আছে।

আপনি ভাল কাস্টমাইজেশন জানলে ফ্রী ভার্শন দিয়েই কাজ সারতে পারবেন।

১। Astra

২।OceanWp

৩।Generatepres

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *