ক্ষণস্থায়ী !
মূল্যায়নের কোনই চিন্তা নাই
অবসর সময় আমি যবে পাই
কতো কিছু তো লেখতে যাই!
আল্লাহ করেন যা মেহেরবানী
তাঁর দয়ায় যতো অঢেল খানি
শান্তিতে খাই কত খানা পানি!
আল্লাহ রাসুলের যতো বাণী
আমরা সকলে তা যাই মানি
কৃপাতে হয় কত জ্ঞানী গুনি!
যতো লোক চলে তাঁদের পথে
ওরা বাস করে কতো শান্তিতে
পৃথিবী হতে সকল হবে যেতে!
ধরণীতে যারা সকল অস্থায়ী
আমাদের জীবনটা ক্ষনস্থায়ী
আখেরাতের জিন্দেগী স্থায়ী!
আমাদের কোন হবেনা দোষ
যদি সকলেই করে চলো হুশ
আমরা যে সৃষ্টির সেরা মানুষ!