ক্ষণিকের জীবন
সকলকে ভালবাসতে শিখবে যখন
কল্যাণে কাজ করে যাবে জীবনের
প্রান্তিলগ্নে গিয়ে ও দেখবে মানুষের
স্নেহের আকণ্ঠ ডুবে রয়েছো তখন।
কতো বিচরণ করে সুখ শান্তি চেয়ে
বিশাল মহাজগতে মানুষ ক্ষণিকের
জীবন সুখময় করার জন্যে অত্যন্ত
কষ্টের পর সুখী হয় সফলতা পেয়ে।
কতো উজ্জ্বল মুহূর্ত খুলে দেয় দ্বার
আমাদের জীবনের সবচেয়ে যতো
দুঃ সময়ের অন্ধকার যাতে কঠোর
পরিশ্রম আর দু:খে সময় চলে যার।
শতো যে মূল্যবান রত্ন সুন্দর উক্তি
দিশেহারাকে দেখায় তার জীবনের
উন্নতির সঠিক যতো চমৎকার পথ
আরো দুর্বলকে যোগান দেয় শক্তি।
দাঁড়াতে অল্প আশা সম্বল হয় যখন
চলার পথ ঘিরে ধরে হতাশা ব্যর্থতা
গ্লানির ও তিক্ত অনুভূতিগুলো ঘুরে
দাঁড়ানোর যত হাতছানি দেয় তখন।